Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আনকাট ছাড়পত্র পেল বানভাসী মানুষের চলচ্চিত্র ‘নয়ামানুষ’

বানভাসী সিনেমার একটি দৃশ্যে রওনক হাসান।
[publishpress_authors_box]

আনকাট ছাড়পত্র পেল ‘নয়ামানুষ’। সোহেল রানা বয়াতি পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরই।

নদীর এক কূল ভেঙ্গে অন্য কূল গড়ে- তেমনি ভাসতে মানুষও একচর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেসব নিয়ে নির্মিত হয়েছে ‘নয়ামানুষ’। প্রেম-প্রকৃতি-নৈসর্গের পাশাপাশি পরিবেশের নানা প্রতিকূলতার ভেতর বেড়ে ওঠা মানুষের জীবনের গভীর দর্শন খুঁজে ফেরার চেষ্টা করেছেন নির্মাতা।

সকাল সন্ধ্যাকে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “বানভাসি মানুষের গল্প ‘নয়া মানুষ’ গল্পের মতই নানা দুর্যোগ মোকাবেলা করে চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেশন পেল। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্রুততম সময়ে চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।”

সিনেমার আরেকটি মুখ্য চরিত্রে অভিনয় করেন মৌসুমী হামিদ।

চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ ও শিশুশিল্পী ঊষষী।

২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় সে বছরের ১২ এপ্রিল। পোস্ট প্রডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন।

বানভাসীর ছাড়পত্র হাতে পরিচালক সোহেল রানা বয়াতি।

দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি চলতি বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত