সাকিব আল হাসানের সারেকে ১১১ রানের ব্যবধানে হারিয়েছে সামারসেট। এই লাইন দেখে কেউই ধারণা করতে পারবে না কি হয়েছিল ম্যাচটিতে। যারা দেখেছেন তারাই জানেন কি অবিশ্বাস্য নাটকীয়তা ছড়িয়েছে কাউন্টির এই ম্যাচ।
ঘটনা সারের ৭৮ তম ওভারের। এই ওভার পরই ম্যাচ ড্র ঘোষনা করা হবে। জয়ের জন্য সারের চাই ১১১ রান। সামারসেটের মাত্র ২ উইকেট।
ওভারের তিন বল শেষ, জ্যাক লিচের ডিলেভারি ভালোভাবেই সামাল দিয়েছেন ০ রানে ৪৭ বল কাটিয়ে দেওয়া জর্ডান ক্লার্ক। কিন্তু চতুর্থ বলে আউটসাইডএজ হয়ে ক্যাচ দিলেন কিপারকে। এক বল পর আরও এক ঘটনা। ম্যাচের শেষ বলে উইকেট তুলে নিলেন লিচ। অথচ এই বল কোনক্রমে রুখে দিলেই ম্যাচ ড্র হয়ে যেতো।
শেষ দুই বলের সময় টিভি স্ক্রিনে সামারসেটের ১১জন ক্রিকেটারকেই দেখা যাচ্ছিল শেষ ব্যাটার ড্যানিয়েল ওরেলকে ঘিরে ধরেছেন। শেষ ব্যাটার হিসেবে তার এলবিডব্লিউতে আউট হওয়ার পর ১১জনই ঘুটলেন টিভি স্ক্রিনের বাম দিকে ছোটা বোলার লিচকে ঘিরে আনন্দ করতে।
সে এক অবিশ্বাস্য সুন্দর দৃশ্য!
কাউন্টি ক্রিকেট থেকেই এক সময় টেস্ট এনেছিলো ইংলিশরা। শেষ বলে ম্যাচ জেতার সৌন্দর্য্য ছড়িয়ে আবারও কাউন্টিকে সেরা প্রথমশ্রেণী ক্রিকেট প্রমাণ করলো সামারসেট-সারে ম্যাচ।
সামারসেটের দেওয়া ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের সারে ১০৯ রানে অলআউট হয়। ধীর ও নিচু পিচে টিকতে পারেননি সাকিবরা। সাকিব নিজে ফিরেছেন ৫ বলে ০ রান করে।
সারের ১০ উইকেট ভাগাভাগি করে নেন মিডিয়াম পেসার আর্চি ভন (৫) ও জ্যাক লিচ (৫)। দল না জিতলেও অবিশ্বাস্য সুন্দর ম্যাচের সাক্ষী হয়ে রইলেন ম্যাচে ৯ উইকেট নেওয়া সাকিব আল হাসান।