পাকিস্তান ম্যাচের পর ওয়ানডে থেকে অবসর ঘোষণা করবেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট মহলে। তবে এমন কিছু একেবারে উড়িয়ে দিলেন চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
দুই সিনিয়রের অবসর প্রসঙ্গে ব্যঙ্গ করে এই কোচ বলেছেন, “গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারাই রেজাল্ট দিয়ে দেন। কারণ আমরাতো কোনো কিছু শুনি নাই। আপনারা যেহেতু শুনছেন, আপনারাই আপনাদের পত্রিকার জন্য লিখে দিয়েন। আমরাতো কিছু বলতে পারবো না। আমরা কিছু শুনি নাই।”
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। তাতেই টাইগারদের নিয়ে শুরু হয় সমালোচনা। কোনো টুর্নামেন্ট খেলতে আসার আগে বড় লক্ষ্য থাকতে হয় বলে মনে করেন সালাউদ্দিন।
তিনি বলেছেন, “আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কেন আসছি? উত্তর কি দিবো? আমি এখানে অংশ নিতে এসেছি? তাহলে? একজন অধিনায়ক হিসেবে, বাংলাদেশের নেতা হিসেবে সে যদি স্বপ্ন না দেখে আমরা কীভাবে স্বপ্ন দেখবো? আমাকেও যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আমি এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। পারি বা না পারি আমি কি বলবো অংশ নিতে এসেছি? এটাতো সিম্পল ইস্যু।”
আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়া টাইগারদের লক্ষ্য শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করা।