Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

উত্তরায় প্রকাশ্যে কোপানোর মামলায় দুই তরুণ কারাগারে

ঢাকার উত্তরায় রামদা হাতে এক দম্পতির ওপর চড়াও কয়েক তরুণ।
[publishpress_authors_box]

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই তরুণকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

তারা হলেন, মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

গত ১৮ ফেব্রুয়ারি তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

একই ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি মো. আলফাজ মিয়া ওরফে শিশির, সজীব এবং মেহেদী হাসান সাইফ নামে তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক নারী ও এক পুরুষকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে কয়েক তরুণ। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে।

পরে জানা যায়, উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজানোর প্রতিবাদ করায় ওই নারী-পুরুষকে কোপানো হয়। অভিযুক্তরা সবাই উত্তরার ‘কিশোর গ্যাং’ এর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ভূক্তভোগী নাসরিন আকতার ইপ্তি বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত