Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

এবার ক্রিকেটার খুঁজবেন নাভিদ

নাভিদ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ঘোষণা আগেই দেয়া ছিল, মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন নাভিদ নেওয়াজ। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়েছেন তিনি। এই শ্রীলঙ্কানের অধীনেই ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ সাফল্য।

নতুন করে বাংলাদেশের যুব ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত নাভিদ। গতবার সাফল্য এনে দেয়ায় এবারও তার ওপর প্রত্যাশা থাকবে। নাভিদ তা মেটাতে সর্বোচ্চ চেষ্টা রাখবেন। পাশাপাশি এবার তরুণ ক্রিকেটার খোঁজার দায়িত্বও পালন করবেন।

মঙ্গলবার নতুন যাত্রার শুরুতে এই কোচ বলছিলেন, “ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। এবার আমি বাংলাদেশের সব জায়গায় যেতে চাই। যেন প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা আমার জন্য সহজ হয়।”

নতুন পথচলায় অতীতকে সামনে আনতে চাইছেন না নাভিদ। তবে ২০২০ এর অর্জনকে শক্তি হিসেবে নিতে চান, “আমি বর্তমানে তাকাচ্ছি। চার বছর আগে যা হয়েছে, তা অতীত। অতীতে ভালো করেছি, তাই সামনেও ভালো করব, বিষয়টা এমন না। অতীতে সাফল্য পেয়েছি এমন কিছু পরিকল্পনা এবারও করেছে বিসিবি। আশা করছি, এবারও তা কাজে দেবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত