Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এবার বুসান চলচ্চিত্র উৎসবে ‘সাবা’

saba-movie-230924-01
[publishpress_authors_box]

মাকসুদ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘সাবা’ এবার যাচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

কিছুদিন আগে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর ‘সাবা’ সিনেমার এবারের গন্তব্য বুসান; তথ্যটি সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সাউথ কোরিয়ার বুসান শহরে আগামী ২-১১ অক্টোবরে বসবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আসরে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করছে ‘সাবা’।

উৎসবে যোগ দেবেন ‘সাবা’ নির্মাতা মাকসুদ এবং মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

টরেন্টো থেকে সকাল সন্ধ্যাকে নির্মাতা মাকসুদ বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এ উইন্ডো অব এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘সাবা’। আমি আর মেহজাবীন উপস্থিত থাকবো উৎসবে।”

এর আগে টরেন্টো উৎসবে নির্মাতার সঙ্গে উপস্থিত ছিলেন দুই অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও মোস্তফা মনোয়ার।

সেবার বাংলাদেশের দুই তারকার হাস্যোজ্জ্বল উপস্থিতি দেখা গেছে উৎসবের বিভিন্ন মঞ্চে এবং বিদেশি তারকাদের সঙ্গে।

কিম স্যাং ম্যান পরিচালিত কোরিয়ান সিনেমা ‘আপরাইজিং’ দিয়ে এবার পর্দা উঠছে বুসান আসরের।

আর পর্দা নামবে ফ্রান্স, সিঙ্গাপুর ও জাপানের ত্রিদেশীয় চলচ্চিত্র এরিক খো পরিচালিত স্পিরিট ওয়ার্ল্ড দিয়ে।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট ঘুরে জানা যায়, বিভিন্ন ক্যাটাগরিতে ৬৩টি দেশের ২৭৯টি চলচ্চিত্র দেখানো হবে এবারের উৎসবে।

তিনটি স্ক্রিনে ১০ অক্টোবর প্রদর্শিত হবে ‘সাবা’।

অসুস্থ মাকে নিয়ে সাবা নামে তরুণীর জীবনসংগ্রামের গল্প সাবা। চলচ্চিত্রটির মধ্য দিয়ে ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বড়পর্দায় অভিষেক ঘটলো। স্ত্রী ত্রিলোরা খানকে নিয়ে ছবির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা মাকসুদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত