Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

কোপায় মারামারি করে বড় শাস্তি উরুগুয়ে খেলোয়াড়দের

কোপার সেমিফাইনাল শেষে গ্যালারিতে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন দারউইন নুনেস। ছবি: টুইটার
কোপার সেমিফাইনাল শেষে গ্যালারিতে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন দারউইন নুনেস। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

২০২৪ সালের কোপা আমেরিকায় দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে যাচ্ছিল উরুগুয়ে। টুর্নামেন্ট চলাকালীন তাদের ধরা হচ্ছিল হট ফেভারিট। কিন্তু সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নযাত্রা থামে মার্সেলো বিয়েলসার দলের। ওই ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন উরুগুয়ের খেলোয়াড়রা। তারই শাস্তি হিসেবে বড় নিষেধাজ্ঞা পেয়েছেন কয়েকজন খেলোয়াড়।

কোপা আমেরিকার সেমিফাইনাল শেষে হতাশায় ভেঙে পড়ে উরুগুয়ের খেলেোয়াড়রা। এরই মধ্যে গ্যালারিতে কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যরা কলম্বিয়ার সমর্থকদের বাজে আচরণের শিকার হয়। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের রক্ষা করতে গ্যালারিতে উঠে পড়েন কয়েকজন খেলোয়াড়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

সেদিন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন দারউইন নুনেস। এজন্য লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল সবচেয়ে বেশি শাস্তি দিয়েছে এই স্ট্রাইকারকে। তিনি নিষিদ্ধ হয়েছেন ৫ ম্যাচ।

নুনেসের সঙ্গে আরও চারজন খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে কনমেবল। নুনেসকে ৫ ম্যাচ, আর বাকিরা ৪ কিংবা ৩ ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন। সব মিলিয়ে শাস্তি দিয়েছে উরুগুয়ের ১১ জন খেলোয়াড়কে।

উরুগুয়ের মিডফিল্ডার রোদ্রিগো বেন্তাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। আর ৩ ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন তিন ডিফেন্ডার- রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া হিমিনেস ও মাথিয়াস অলিভেরা।

নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে তাদের। নুনেসকে জরিমানা করা হয়েছে ২০ হাজার ডলার। নিষিদ্ধ হওয়া বাকি চারজনকে জরিমানা করা হয়েছে ৫ থেকে ১৬ হাজার ডলার। শাস্তি দেওয়া হয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও। তাদের ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত