Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইউরোতে স্পেনের দাপট

স্পেন-৫
[publishpress_authors_box]

ইউরোতে ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে ‘বি’ গ্রুপকে। বর্তমান চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে রয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন স্পেন ও ইউরোপের অন্যতম পাওয়ার হাউজ ক্রোয়েশিয়া। কোন দুই দল শেষ ষোলোতে পৌঁছাবে, সেই হিসাব মেলাচ্ছেন অনেকেই। যে যাই ভাবুক, স্পেন তাদের হিসাবটা মিলিয়ে নিল। ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশপ শুরু করেছে লা রোজারা।

শনিবার (১৫ জুন) বার্লিনের ম্যাচে আক্ষরিক অর্থেই ক্রোয়েশিয়াকে উড়য়ে দিয়েছে স্পেন। লুকা মদরিচদের হারিয়েছে ৩-০ গোলে। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৯ মিনিটে আলভারো মোরাতা ভাঙেন ক্রোয়েশিয়ার রক্ষণ। ফাবিয়ান রুইসের চমৎকার পাস থেকে ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরা এগিয়ে যায়।

মিনিট তিনেক পর স্কোরশিটে নাম তোলেন ফাবিয়ান। ডি বক্সের বাইরে থেকে দুই দফা ক্রোয়েট ডিফান্ডারকে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন তিনি।

বিরতিতে যাওয়ার আগে আবারও গোল উদযাপন। এবার স্কোরার দানি কারভাহাল। লামিনে ইয়ামালের ক্রস থেকে পা ছুঁইয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।

ক্রোয়েশিয়া মাঝেমধ্যেই গোল শোধের সম্ভাবনা জাগিয়েছিল। একবার তো পাওয়া গোল পাওয়া হয়নি তাদের। রোদ্রি নিজেদের সীমানায় ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সুযোগ কাজে লাগাতে পারেনি ক্রোয়েটরা। পেনাল্টি কিক নিয়েছিলেন ব্রুনো পেতকোভিচ। কিন্তু তার কিক ঠেকিয়ে দেন স্প্যাশিন গোলকিপার উনাই সিমন।

ফিরতি বল থেকে লক্ষ্যভেদ করে পেতকোভিচ। কিন্তু গোলটি বাতিল হয়ে যায়। কারণ পেতকোভিচ স্পটকিক নেওয়ার আগেই ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা অবৈধ্যভাবে বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন। ফলে গোলশোধের দারুণ সুযোগ নষ্ট হয় তাদের। বিপরীতে ৩-০ গোলের বড় জয়ে ইউরো শুরু করল স্পেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত