Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালনে বাধা কাটল ডিপজলের

মনোয়ার হোসেন ডিপজল। ফাইল ছবি
মনোয়ার হোসেন ডিপজল। ফাইল ছবি
[publishpress_authors_box]

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে দায়িত্ব পালনে ডিপজলের আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেয়।

আদালতে মনোয়ার হোসেন ডিপজলের পক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। রিটকারি নিপুনের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক, তার সঙ্গে ছিলেন পলাশ চন্দ্র রায়।

পলাশ চন্দ্র রায় সকাল সন্ধ্যাকে বলেন, “মাননীয় চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। এর ফলে কি হবে জানতে চাইলে তিনি বলেন, এখন তার দায়িত্ব পালনে আপাতত বাধা নেই।”

এর আগে গত ২০মে ডিপজলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করে আদেশ দিয়েছেল হাইকোর্ট। পাশাপাশি শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের ফল বাতিল করে কেন নতুন নির্বাচনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়।

সমাজ কল্যাণ সচিব, তথ্য সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।

পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে মনোয়ার হোসেন ডিপজল। তার আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত আজ এ আদেশ দেয়।

গত ২০ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয়। এতে মাহমুদ কলিকে হারিয়ে মিশা সওদাগর সভাপতি এবং নাসরিন আক্তার ওরফে নিপুণ আক্তারকে হারিয়ে মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ১৫ মে হাইকোর্টে রিট করেন নিপুণ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত