বিভিন্ন ঘটনার জেরে ফিরে ফিরে আসে ষোড়শ শতাব্দীর ভবিষ্যদ্বক্তা মিশেল দ্য নস্ত্রাদামুসের প্রসঙ্গ। এই যেমন ব্রিটিশ রাজপরিবারের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে করা তার ভবিষ্যদ্বাণী এখন আলোচনায়।
বিশেষ করে ব্রিটিশ রাজা চার্লস ও তার পুত্রবধূ কেট মিডলটনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে রাজপরিবারটির ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর এতে যুক্ত হয়েছে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী।
পাঁচশ বছর আগে নস্ত্রাদামুস রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, হিরোশিমায় বোমা হামলা এবং নেপোলিয়নের উত্থানের মতো ঘটনার সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন।
সম্প্রতি তার ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে একটি এখন সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। বলা হচ্ছে, ২০২৪ সালে ব্রিটিশ রাজতন্ত্র ‘কঠিন সময়’ অতিক্রম করবে, এমনটা আগেই বলেছিলেন নস্ত্রাদামুস।
কয়েক শতাব্দী আগে নস্ত্রাদামুসের লিখিত ভবিষ্যদ্বাণীতে একজন রাজার সম্ভাব্য বিদায় ও একজন অপ্রত্যাশিত উত্তরাধিকারীর উত্থানের বিষয়টি জায়গা পেয়েছিল। এটা এখন রাজা চার্লস ও প্রিন্স হ্যারিকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতির প্রতিধ্বনি বলে মনে করা হচ্ছে।
ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল, ‘দ্বীপের রাজাকে জোরপূর্বক বিতাড়িত করা হবে’ এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন ‘রাজকীয় পদবীবিহীন এক ব্যক্তি’।
রাজা চার্লস ক্যান্সারে ভুগছেন। রাজকীয় পর্যবেক্ষকরা অনুমান করছেন, তিনি স্বেচ্ছায় বা তার স্বাস্থ্য সম্পর্কিত চাপের কারণে পদত্যাগ করতে পারেন।
সোশাল মিডিয়া এক্সে এক ব্যক্তি লিখেছেন, “নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী পূরণ হলো: ‘কেট মিডেলটন’ ক্যান্সারে আক্রান্ত। ব্রিটিশ সিংহাসন প্রিন্স হ্যারিকে হস্তান্তর করতে হবে। কারণ উইলিয়াম আর ইংল্যান্ডের রাজা হওয়ার যোগ্যতা রাখে না।”
চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির রাজকীয় দায়িত্বের প্রতি তেমন একটা আগ্রহ নেই। ফলে তিনি কীভাবে রাজা হবেন, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন পর্যবেক্ষকরা।
এদিকে আধুনিক যুগের নস্ত্রাদামুসখ্যাত অ্যাথোস সালোমের ভবিষ্যদ্বাণীগুলো সম্প্রতি কেট মিডলটনের স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ প্রকাশের পর আলোচনায় এসেছে।
প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন সম্প্রতি তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমে কাছে প্রকাশ করেন। এর আগে তিনি তার দেহে অন্য একটি সমস্যায় অস্ত্রোপচার করিয়েছিলেন।
যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য ডেইলি স্টার বলছে, কেটের অসুস্থতার ভবিষ্যদ্বাণী গত বছরই করেছিলেন ৩৬ বছর বয়সী ব্রাজিলীয় সালোম।
তিনি দাবি করেন, আগামী বছরে কেট মিডলটন গোড়ালি, পা ও হাড়ের জোড়ার সমস্যায় ভুগতে পারেন।
সালোম করোনাভাইরাস মহামারী এবং ইলন মাস্কের টুইটার কেনার মতো বড় ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, কেট মিডলটনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার ভবিষ্যৎ রাজকীয় ভূমিকা।
তথ্যসূত্র : এনডিটিভি