Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিশ্বকাপ দলে নতুন মুখ তাজ নেহার

বাংলাদেশ নারী দল
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার আনন্দ পেতেন নারী ক্রিকেটাররা। বুধবারের বিশ্বকাপ দল ঘোষণার অনুষ্ঠানরও অন্যরকম গুরুত্ব পেতো। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতি তা হতে দেয়নি। দেশের বিশ্বকাপ আরব আমিরাতে খেলতে হবে বাংলাদেশ নারী দলকে।

আসর সামনে রেখে বুধবার দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে অন্যরকম আয়োজনে ক্রিকেটারদের নাম দেওয়া হয়। নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার বা কোন নির্বাচক নয় ক্রিকেটারদের নাম দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী নাগরিকরা।

এই নতুনত্ব অবশ্য এই প্রথম নয়, এর আগে পুরুষ ক্রিকেট দলের ক্রিকেটারদের জার্সি হাতে দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছিল বিসিবি। এবার নারী দল ঘোষণায় একটু অভিনবত্ব আনা।

বিশ্বকাপ উপলক্ষ্যে অভিজ্ঞ নারী দল দিয়েছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এই দলে আছেন নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুনরা। অবশ্য একেবারে নতুন মুখ তার নেহারও আছেন।

২৬ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার তাজ নেহার কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়াই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। এক্ষেত্রে ভূমিকা রেখেছে ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে তার পারফরম্যান্স।

১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই তিনটি ম্যাচই শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রানি, দিশা বিশ্বাস।

নতুন মুখ: তাজ নেহার।

দলে ফিরলেন: সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, সাথি রানি, দিশা বিশ্বাস।

বাদ পড়লেন: রুমানা আহমেদ, রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, ইশমা তানজিম, সাবিকুন নাহার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত