Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

টেন মিনিট স্কুলের সরকারি বিনিয়োগ প্রস্তাব বাতিল

Untitled design (6)
[publishpress_authors_box]

অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুলের’ ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার সকাল ১০টা ৪১ মিনিটে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেইসবুক থেকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, “টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।”

স্টার্টআপ বাংলাদেশের স্ট্যাটাসটি পরে ১১টা ১ মিনিটে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কেন টেন মিনিট স্কুলের বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে, এবিষয়ে বিস্তারিত কিছু জানায়নি স্টার্টআপ বাংলাদেশ।

তবে এদিন সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টর্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিষয়টি সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেন।

এসময় তিনি বলেন, “বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ। আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত শত আবেদন আসে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিতে প্রায় ১২০ কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে।

“যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে, সেই ভিত্তিতে বলবো, কেউ যদি বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে, এসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়, সেখানে সরকার ব্যবস্থা নেবেই।”

টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক দুই দিন আগে কোটা সংস্কারের পক্ষ নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।”

এরপর সোমবার তিনি আরেক স্ট্যাটাসে লেখেন, “রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত