Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

দুদকের নতুন ডিজি আবদুল্লাহ্ জাহিদ

আবদুল্লাহ্-আল-জাহিদ
আবদুল্লাহ্-আল-জাহিদ
[publishpress_authors_box]

দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবদুল্লাহ্-আল-জাহিদকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংস্থাটির আটটি অনুবিভাগের একটির মহাপরিচালক হলেন তিনি।

বৃহস্পতিবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

বর্তমানে দুদকের পাঁচটি অনুবিভাগেরই মহাপরিচালক প্রেষণ নিয়োজিত। নতুন পদোন্নতি পাওয়া আবদুল্লাহ্-আল-জাহিদসহ বাকি তিনটি অনুবিভাগে মহাপরিচালক হিসেবে দুদকের অভ্যন্তরিন কর্মকর্তারা নিয়োজিত আছেন।

তবে আবদুল্লাহ্-আল-জাহিদকে কোন অনুবিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে তা এখনও জানানো হয়নি।

আবদুল্লাহ্-আল-জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি এবং মালয়েশিয়া থেকে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত