Beta
সোমবার, ১ জুলাই, ২০২৪
Beta
সোমবার, ১ জুলাই, ২০২৪

সাক্ষাৎকার

আমরা আবার ঋণনির্ভর হয়ে পড়ছি

এবারের বাজেটে প্রয়োজন ছিল ওই লক্ষ্যের যার মাধ্যমে কীভাবে অর্থনীতিকে আগের জায়গায় নিয়ে যাওয়া যায়। এরপর এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ‘স্মার্ট বাংলাদেশ’র দিকে নিয়ে যাব।

পশ্চিমের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে

যদি কেউ পশ্চিমা দেশের সঙ্গে থাকে সে হয়ে যায় উদারতাবাদী। যদি সে না থাকে তাহলে তাকে কট্টর, কর্তৃত্ববাদী, রক্ষণশীল, একনায়তান্ত্রিক, ফ্যাসিবাদী এ ধরনের শব্দ দিয়ে তাদের আখ্যায়িত করা হয়।

অর্থনীতির নিয়ন্ত্রণ কিছু গোষ্ঠীর কাছে

আমরা দেখছি যে দেশে অসমতা বা বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে এবং এটা দেখার জন্য বা বোঝার জন্য আপনার অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই— খালি চোখেই এটা দেখা যাচ্ছে।

সমাধান তো কেন্দ্রীয় ব্যাংকের জানা, নিচ্ছে না কেন

এগুলো কোনও সুদূরপ্রসারী নীতিমালা নয়। খেলাপি ঋণ কেন বাড়ে, সেই জায়গাতে দৃষ্টি নেই কেন্দ্রীয় ব্যাংকের। কেবল আদায়ের জন্য তোড়জোড় করলে কোনও লাভ হবে না।

আর কোন পোস্ট নেই

আমরা আবার ঋণনির্ভর হয়ে পড়ছি

এবারের বাজেটে প্রয়োজন ছিল ওই লক্ষ্যের যার মাধ্যমে কীভাবে অর্থনীতিকে আগের জায়গায় নিয়ে যাওয়া যায়। এরপর এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ‘স্মার্ট বাংলাদেশ’র দিকে নিয়ে যাব।

পশ্চিমের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে

যদি কেউ পশ্চিমা দেশের সঙ্গে থাকে সে হয়ে যায় উদারতাবাদী। যদি সে না থাকে তাহলে তাকে কট্টর, কর্তৃত্ববাদী, রক্ষণশীল, একনায়তান্ত্রিক, ফ্যাসিবাদী এ ধরনের শব্দ দিয়ে তাদের আখ্যায়িত করা হয়।

অর্থনীতির নিয়ন্ত্রণ কিছু গোষ্ঠীর কাছে

আমরা দেখছি যে দেশে অসমতা বা বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে এবং এটা দেখার জন্য বা বোঝার জন্য আপনার অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই— খালি চোখেই এটা দেখা যাচ্ছে।

সমাধান তো কেন্দ্রীয় ব্যাংকের জানা, নিচ্ছে না কেন

এগুলো কোনও সুদূরপ্রসারী নীতিমালা নয়। খেলাপি ঋণ কেন বাড়ে, সেই জায়গাতে দৃষ্টি নেই কেন্দ্রীয় ব্যাংকের। কেবল আদায়ের জন্য তোড়জোড় করলে কোনও লাভ হবে না।

আর কোন পোস্ট নেই

সর্বাধিক পঠিত

ad