Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জিতল বাংলাদেশ নারীরা

নারী দল
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সামর্থ্যের সেরা পারফরম করতে ব্যর্থ হয় বাংলাদেশ নারী দল। ফলে জয়ও ধরা দেয়নি। পরের ম্যাচে অবশ্য আক্ষেপ কেটেছে। পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয়ে বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি সেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

দুবাইয়ের অ্যাকাডেমি মাঠে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪০ রান তুলেছে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ১১৭ রানেই অলআউট হয়। বাংলাদেশ ইনিংসে খুব বড় ব্যক্তিগত রান না এলেও ছোট ছোট কার্যকর ইনিংস ছিল। সাথি রানি ওপেনিংয়ে ১৬ বলে করেছেন ২৩ রান। নিচের দিকে স্বর্ণা আক্তার ১৭ বলে করেছেন ২৮। দিলারার ৮ বলে ১০, রিতু মনির ৮ বলে ১৪ ও তাজ নেহারের ২০ বলে ১৭ রানে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে পাকিস্তান নারী দল শুরু থেকেই জয়ের উল্টো দিকে ছুটছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ৬ উইকেটে ৮৭ রানে পরিণত হয় তারা। ওমাইমা সোহাইলের ৩৩ বলে ৩৩ রান ছাড়া বলার মতো স্কোর ছিল না কারও। ১৭ রান করা ফাতিমা সানাকে নিয়ে সপ্তম উইকেটে ২৭ রানের জুটি গড়েন ‍ওমাইমা। শেষ দুই ওভারে মাত্র ৩ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারে পাকিস্তান।

দুই প্রস্তুতি ম্যাচে দুই রকম ফল পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ভালো আত্মবিশ্বাস পেলেন জ্যোতিরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত