মহাকাব্য, সিনেমা, নাটক- এর সব উপাদানই ছিল বেনফিকা-বার্সেলোনা ম্যাচে। ৩০ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে পড়ার পরও বার্সা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ৫-৪ গোলে। কোচিং ক্যারিয়ারে এমন কিছু কি আগে দেখেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক? প্রায় তিন দশক কোচিং ক্যারিয়ারে থাকা ফ্লিকের উত্তর, ‘‘মনে হয় না।’’
এর আগেও ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৪ গোলে পিছিয়ে থেকে ফিরতি লেগ জিতেছে বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও জেতা প্রথম দল এখন বার্সেলোনা। এমন ম্যাচের বর্ণনায় এক বাক্যে বলা যায় , ‘পাগলাটে’।
ফ্লিক এই ম্যাচ নিয়ে বললেন একই কথা, ‘‘খুবই পাগলাটে ম্যাচ ছিল। সবচেয়ে ইতিবাচক দিক ছিল আমাদের মানসিকতা। আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা অসাধারণ। এটাই ফুটবল, এ জন্যই আমরা খেলাটিকে ভালোবাসি। আমার মনে হয় না কখনো এমন ঘুরে দাঁড়ানো দেখেছি। অবিশ্বাস্য এটা।’’
এমন জয়েও বিরতির আগে নিজেদের ভুল নিয়ে আক্ষেপ ঝড়েছে ফ্লিকের কণ্ঠে, ‘‘বিরতির আগে ভালো খেলতে পারিনি। ওরা আমাদেরকে বাধ্য করেছে অনেক নিচে নেমে রক্ষণ সামলাতে। সঠিক পজিশনেও থাকতে পারিনি বিরতির পর বদলিগুলো আমাদের দারুণভাবে কাজে লেগেছে।”
ফ্লিক পাশে দাঁড়িয়েছেন ম্যাচে দুটি বড় ভুল করা গোলরক্ষক সেজনির, ‘‘কোন ফুটবলার ভুল করে না? এটা স্বাভাবিক। সেজনি কিছু ভুল করেছে। প্রথমার্ধে তো সবাই কিছু না কিছু ভুল করেছে। আমরা জিতি একসঙ্গে, হারি একসঙ্গে। আমরা একটি দল। বিরতির পর যা হয়েছে সেটা ভালো লেগেছে।’’
৯৬ মিনিটে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন রাফিনিয়া। এই মৌসুমে ৩০ ম্যাচে তার গোল ২২টি, চ্যাম্পিয়নস লিগেই ৮টি। বেনফিকার বিপক্ষে শেষ গোলটি নিয়ে আনন্দে ভাসছেন রাফিনিয়া, ‘‘মনে হয় ক্যারিয়ারের সেরা সময়ে আছি। নিজেদের দর্শকদের সামনে ওরা কতটা ভালো, জানতাম। বিরতির পর ম্যাচটি ঘুরিয়ে দেওয়ার মতো মানসিকতা ছিল আমাদের। কখনোই হাল ছাড়িনি আর মাঠ ছেড়েছি জয় নিয়ে।’’