Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

বরিশালের জয় হৃদয়ের ব্যাটে রান

Furtune
[publishpress_authors_box]

ইনিংসের প্রথম বলে তামিম ইকবাল আউট হলেন। পরের ওভারে অপর ওপেনার নাজমুল হোসেন শান্তও ফিরলেন। জোড়া উইকেট হারিয়ে কম রানের লক্ষ্য ছুঁতে না পারার ভয় ফরচুন বরিশালকে জেঁকে ধরেছিলো।

তাওহিদ হৃদয় ও দলটির উইন্ডিজ ব্যাটার কাইল মায়ার্সের জুটিতে তা কেটেছে। দুজনের ব্যাটে চড়ে সিলেট সিক্সার্সকে সহজেই হারিয়েছে ফরচুন বরিশাল। ১২৬ রানের লক্ষ্য মাত্র ১০.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকেছে তারা।

আগের দুই ম্যাচে ব্যাটে রান ছিল না জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের। লাল সবুজ জার্সিতে ভুগতে থাকা রান খরা যোগ দেয় বিপিএলেও। প্রথম ম্যাচে ৩২ করেছিলেন, পরের দুই ম্যাচে রান ছিল না। সিলেটে প্রথম ম্যাচেই ২৭ বলে করলেন ৮ চার ও ২ ছক্কায় ৪৮। মাত্র দুই রানের জন্য ফিফটি করতে ব্যর্থ হন হৃদয়।

হৃদয় ফিরলেন অপরাজিত ছিলেন কাইল মায়ার্স। ৩১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করেছেন। হৃদয়ের সঙ্গে তার জুটি ছিল ১১৬ রানের। সিলেটের হয়ে ২ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। এ জয়ে চার ম্যাচ থেকে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে বরিশাল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত