বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া সাইফউদ্দিনকে রাখা হয়েছিল বাংলাদেশ টাইগার্স দলে। দেশে কঠিন অনুশীলনের মাধ্যমে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন তিনি। কোন প্রয়োজনে যেন সঙ্গে সঙ্গে এই অলরাউন্ডারকে বিশ্বকাপে দলের সঙ্গে পাঠানো যায়। কিন্তু নিজে থেকেই ছুটি চেয়ে বাংলাদেশ টাইগার্স দল থেকে সরে দাঁড়িয়েছেন সাইফউদ্দিন। জানিয়েছেন সন্তন সম্ভবা স্ত্রীর পাশে থাকবে এই ক্যাম্পে থাকা হচ্ছে না তার।
প্রশ্ন উঠছে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় অভিমানে টাইগার্স ক্যাম্পে থাকছেন না সাইফউদ্দিন। বিশ্বকাপ দলে থাকলে তো এতক্ষণে যুক্তরাষ্ট্রে থাকতেন। তখন এই পরিবারের সঙ্গে থাকার ব্যাপারটি কিভাবে আসতো। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাইফউদ্দিনের মন খারাপ হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর দেননি। এই ক্রিকেটারের পরিবারের বিষয়টি আগে তাদের জানানো হয়নি বলেছেন তিনি।
লিপু জানিয়েছেন বাংলাদেশ টাইগার্স সেকেন্ডারি প্রোগ্রাম বলে সাইফউদ্দিন হয়তো শুরুতে যোগ দিচ্ছেন না, “এই ক্যাম্পে ৬জন ক্রিকেটারের দিকে নজর রাখতে বলা হয়েছে। গতকাল আমরা একটা ইমেইল পেয়েছি, সাইফউদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে… তার স্ত্রী অসুস্থ, সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত ক্যাম্পেও থাকতে পারবেন না, ছুটি চেয়েছেন। আমরা এখন খালেদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।”
২৬ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে থাকা জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই আছে এই দলে। দল নির্বাচন করেছে তিন সদস্যের জাতীয় নির্বাচক কমিটি।
স্কোয়াড বাছাই করা হয়েছে অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে। ঢাকা ছাড়াও ক্যাম্প হবে সিলেট ও চট্টগ্রামে। টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য মুশফিকুর রহিমের সঙ্গে ক্যাম্পে আছেন জাতীয় দলের নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড :
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও আবু হায়দার রনি।