Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

থিসারার সেঞ্চুরিও ঢাকার হার থামাতে পারেনি

WhatsApp Image 2024-12-31 at 4.16.51 PM
[publishpress_authors_box]

দিন শেষে আক্ষেপ করতেই পারে ঢাকা ক্যাপিটালস। প্রথম জয়ের খুব কাছে গিয়েও ২০ রানের হার হজম করতে হলো। খুলনা টাইগার্সের ৮ উইকেটে ১৭৩ রানের পিছনে ছুটে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করেছে দলটি।

এ নিয়ে টানা তৃতীয় হার হজম করল ঢাকা। লিটন দাসদের ব্যর্থতা জিততে দেয়নি ঢাকাকে। পুরো ইনিংসে থিসারা পেরেরা একাই লড়াই করলেন। মাত্র ৬০ বলে ৭ ছক্কা ও ৯ চারে করেছেন অপরাজিত ১০৩ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ বোলিং অলরাউন্ডারের এটাই প্রথম সেঞ্চুরি।

৪১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর চাতুরঙ্গা ডি সিলভাকে নিয়ে ১১৩ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত লড়েছেন থিসারা। উপরের দিকে লিটন দাস টানা ব্যর্থতা উপহার দিলেন। আজ দলটির নির্ভরযোগ্য ব্যাটার ফিরেছেন মাত্র ২ রানে। স্টিফেন এসককিনাজি ০ ও শাহাদাত হোসেন দিপু ৩ রান করে ফিরলে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা।

মেহেদি হাসান মিরাজ ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই বলে লিটন ও এসকিনাজিকে ফেরান। আবু হায়দার রনি নিজের টানা দুই ওভারে নিয়েছেন দুই উইকেট। টানা দুই জয়ে রংপুরের মতো শতভাগ সাফল্য নিয়ে সিলেট পর্বে পা রাখবে খুলনা।

রনির ঝড়ে খুলনার বড় স্কোর

আবু হায়দার রনি ঘরোয়া ক্রিকেটের কার্যকর পাওয়ার হিটার। অনেক সময়ই আনসাং হিরো থেকে যান পারফর, করেও। তাতে রনির পারফরম্যান্সের ভাটা কখনও পড়েনি। আরও একবার ব্যাট হাতে বিধ্বংসী হলেন এই বোলিং অলরাউন্ডার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার ক্যামিওতে জয়ের সংগ্রহ পেয়েছে খুলনা।

নিজেদের ইনিংসের শেষ ওভারে ঢাকার ভারতীয় বোলার শুভাম রঞ্জনকে তিন ছক্কা মেরেছেন রনি। সঙ্গে একটি সিঙ্গেলে মাত্র ৮ বলে ২১ রান রনির সংগ্রহ। ওদিকে ইনিংসের শেষ বলে ৪ মেরে নাসুম আহমেদ শেষ ওভারে ২৩ রান নিশ্চিত করেন। তাতে ১৯তম ওভারে ১৫০ রানে থাকা খুলনা ৮ উইকেটে ১৭৩ রান পুঁজি পেয়েছে।

এর আগে জিয়াউর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে বড় রানের পথ পায় খুলনা। ৯৩ রানে ৬ উইকেট হারানোর পর দুজনে ৪৬ রানের জুটি গড়েন। অঙ্কন ২২ বলে ৩২ ও জিয়াউর ১৫ বলে ২২ রান করেন।

খুলনার অধিনায়ক থিসারা পেরেরা মোট সাত বোলার ব্যাটার করেন। চাতুরঙ্গা ডি সিলভা ২ উইকেট ও বাকিরা একটি করে উইকেট নেন।

নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামা ঢাকা ক্যাপিটালস গত দুই ম্যাচে হেরেছে। নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে থাকা দলটির জন্য ১৭৪ রানের টার্গেট বেশ চ্যালেঞ্জিং।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত