ওষুধ, টকটাইম, ইন্টারনেট ও রেস্তোরাঁর মতো খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (সাপ্লিমেন্টারি ডিউটি) বাড়ানোর ঘোষণার পর তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে দুই সপ্তাহ না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ জানুয়ারি বিশেষ আদেশে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায়। সেখানে মেশিনে উৎপাদন করা বিস্কুট, কেক, আচার, চাটনি, টমেটো পেস্ট, টমেটো কেচাপ, টমেটো সস, আম, আনারস, পেয়ারা, কলার পাল্প ইত্যাদি পণ্যের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
ফ্রুট ড্রিংকসের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
শতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারির পর থেকে খাত সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা এসেছে খোদ অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও জাতীয় নাগরিক কমিটির কাছ থেকেও।
গত ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত হয়।
পরদিন ২ জানুয়ারি সরকারি ওই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেছিলেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না।
ব্যবসায়ীদের আন্দোলনের মুখে গত ১৬ জানুয়ারি এনবিআর সংবাদ সম্মেলন ডেকে রেস্তোরাঁ খাতের ভ্যাটের হার আগের মতো ৫ শতাংশে নেওয়ার ঘোষণা দেয়।
এরপর বুধবার (২২ জানুয়ারি) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওষুধ, মোবাইল ফোনের টকটাইম, ব্রডব্যান্ড ইন্টারনেট এবং গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে আলাদা চরাটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।
ওষুধ শিল্পের ভ্যাট হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে এনবিআর জানিয়েছে, সবার জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করতে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার ২ দশমিক ৪ শতাংশ বলবৎ রাখা হয়েছে। এর আগের ঘোষণায় এ খাতের ভ্যাট হার বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল।
মোবাইল ফোনের টকটাইম ও ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) সেবার ওপর সম্পূরক শুল্ক ও প্রথমবারের মতো আরোপিত ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
৮ পণ্যে ভ্যাট প্রত্যাহারে আইএমএফের ‘না’
এনবিআর বলেছে, দেশের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইনভিত্তিক কর্মকাণ্ড বাড়াতে মোবাইল ফোনের সিম-রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এখন দুই খাতে ভোক্তাদের খরচ বাড়বে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য ‘সুলভমূল্যে’ খাবার সুবিধার্থে থ্রি-স্টার, ফোর-স্টার ও ফাইভ স্টার হোটেল ব্যতীত সব ধরনের রেস্তোরাঁর নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ফলে ভোক্তারা আগের দরেই এসব রেস্তোরাঁ থেকে খাবার খেতে পারবেন।
এছাড়া নতুন করে বাড়ানো ভ্যাট প্রত্যাহার করায় গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবা আগের মূল্যেই পাওয়া যাবে বলে এনবিআর জানিয়েছে।
মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ খাতেও ভ্যাট হার আগের মতোই ১০ শতাংশে নামিয়ে এনে এনবিআর বলছে, জনস্বার্থে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বাড়ানো ভ্যাটের হার পুরোটা প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এ-সংশ্লিষ্ট সেবার মূল্য বাড়বে না।
এনবিআর জানিয়েছে, নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নন-এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।