টিভি স্ক্রিনে উইকেটের পেছনে গ্লাভস হাতে নাজমুল হোসেন শান্তকে দেখে অবাক হওয়ারই কথা। জাতীয় দলের অধিনায়ক তো স্পেশালিস্ট কিপার নন! তাহলে ফরচুন বরিশালের হয়ে গ্লাভস হাতে উইকেটের পেছনে কেন?
কারণ মুশফিকুর রহিম আঙুলের ইনজুরির কারণে কিপিং করতে পারছিলেন না। আবার দলে দ্বিতীয় কিপার প্রীতম কুমার একাদশে নেই কম্বিনেশনের জন্য। অগত্যা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শান্তকেই কিপারের ভূমিকায় দেখা গেল।
শান্তর যে কিপিং অভিজ্ঞতা একেবারেই নেই তা নয়। কিপিং ক্যারিয়ারে ২৭টি ক্যাচ ও ৩টি রান আউটের কৃতিত্ব আছে শান্তর। তাছাড়া জাতীয় দলের ব্যাটারকে বসিয়ে গত ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে প্রীতমকে খেলানো হয়। অনভিজ্ঞতার কারণে ওই ম্যাচে রান করতে পারেননি তরুণ প্রীতম।
এক ম্যাচ পর তাই শান্তকে একাদশে ফেরানো হলো কিপিংয়ের দায়িত্ব দিয়েই। একাদশে মুশফিকও আছেন। মিরপুরে কিপিং করতে গিয়েই আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিক।
মিরপুর ও সিলেটে বরিশালের দুই ম্যাচের মধ্যে কয়েকদিনের বিশ্রাম থাকায় সেরে উঠেছেন জাতীয় দল তারকা। তাই ব্যাট করতে পারছেন এখন। গত ম্যাচে অপরাজিত ৩৪ রান করে দলের জয়ে অবদান রেখেছিলেন মুশফিক।