Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

সাইম আইয়ুবের সেঞ্চুরিতে জয়ে শুরু পাকিস্তানের

saim
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল পাকিস্তান। তবে ওয়ানডেতে জয়ে শুরু হলো দলটির। দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানের নতুন সাঈদ আনোয়ার নামে পরিচিত সাইম আইয়ুরে সেঞ্চুরিতে এ জয় পেয়েছে সফরকারীরা।

পার্লে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে হেনরিখ ক্লাসেন চিরচেনা দাপুটে ইনিংস খেলেন। ৯৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৬ রান করেন এই ব্যাটার। ওপরের দিকে টনি ডি জর্জির ৩৩, রায়ান রিকেলটনের ৩৬ ও এইডেন মারক্রামের ৩৫ রানে পাকিস্তানকে ২৪০ রানরে লক্ষ্য দেয় প্রোটিয়ারা।

জবাবে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের মতোই ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল। কিন্তু সাইম একপ্রান্ত আগলে সেঞ্চুরির দিকে এগিয়ে চলেন। ৬০ রানে ৪ উইকেট হারানোর পর সালমান আগাকে নিয়ে বড় জুটি গড়েন। দুজনের পঞ্চম উইকেটের ১৪১ রানের ‍জুটিতে জয়ের পথ পায় পাকিস্তান।

সাইম ১১৯ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৯ করেন। তবে সালমান আগা ৯০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৮২ রানে অপরাজিত থেকে দলকে প্রথম ওয়ানডেতে জয় এনে দেন।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত