Beta
রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সাকরাইনে রঙিন ঘুড়ি

বাংলা পঞ্জিকায় পৌষ মাসের শেষে করা হয় সাকরাইন উৎসব। বছরের পর বছর ধরে উৎসবটি ধুমধাম করে পালন করছে পুরান ঢাকার বাসিন্দারা। ছবি : হারুন-অর-রশীদ
বাংলা পঞ্জিকায় পৌষ মাসের শেষে করা হয় সাকরাইন উৎসব। বছরের পর বছর ধরে উৎসবটি ধুমধাম করে পালন করছে পুরান ঢাকার বাসিন্দারা। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
দিনভর হৈ-হুল্লোর আর নানা আয়োজনের সঙ্গে থাকে ঘুড়ি ওড়ানোর খেলা। পুরান ঢাকার আকাশ এদিন দখল করে নেয় নানা রঙের ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদ
দিনভর হৈ-হুল্লোর আর নানা আয়োজনের সঙ্গে থাকে ঘুড়ি ওড়ানোর খেলা। পুরান ঢাকার আকাশ এদিন দখল করে নেয় নানা রঙের ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদ
সাকরাইন ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে শিশু কিশোরদের। বেছে বেছে নিজের পছন্দসই ঘুড়ি কিনছে কয়েকজন। ছবি : হারুন-অর-রশীদ
সাকরাইন ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে শিশু কিশোরদের। ১০ টাকার ঘুড়িও যেমন পাওয়া যায়, আছে ৩০০ টাকা দামেরও ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদ
শুধু বাহারি রং নয়, এসব ঘুড়ির ডিজাইনও বাহারি। শিশুদের জন্য রয়েছে কমিক চরিত্রের আদলে বানানো ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদ
শুধু বাহারি রং নয়, এসব ঘুড়ির ডিজাইনও বাহারি। শিশুদের জন্য রয়েছে কমিক চরিত্রের আদলে বানানো ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদ
শুধু তো ঘুড়ি কিনলেই হবে না, লাগবে আনুষঙ্গিক আরও অনেক কিছু। সব মিলে চলছে উৎসবের প্রস্তুতি। ছবি : হারুন-অর-রশীদ
শুধু তো ঘুড়ি কিনলেই হবে না, লাগবে আনুষঙ্গিক আরও অনেক কিছু। চলছে সেসবের কেনাবেচা। ছবি : হারুন-অর-রশীদ
পৌষ সংক্রান্তির দিনে ঢাকার অন্য অঞ্চল থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমান ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব দেখতে। ছবি : হারুন-অর-রশীদ
পৌষ সংক্রান্তির দিনে ঢাকার অন্য অঞ্চল থেকেও হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব দেখতে ভিড় জমান পুরান ঢাকায়। ছবি : হারুন-অর-রশীদ

আরও পড়ুন