Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়বেন দেশম

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ছবি: এক্স
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ছবি: এক্স
[publishpress_authors_box]

ফ্রান্স ফুটবলে গুরুত্বপূর্ণ চরিত্র দিদিয়ের দেশম। সাফল্য ও জয়ের পরিসংখ্যানে তিনি ফ্রান্সের সবচেয়ে সফল কোচ। তার অধীনেই ২০২৬ বিশ্বকাপ মিশনে রয়েছে ফরাসিরা। সামনের এই বিশ্বকাপেই কোচ হিসেবে দলটিতে শেষ চিহ্ন আঁকতে যাচ্ছেন দেশম। ফরাসি কোচ নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়বেন দেশম। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের মূল পর্বে যেতে পারলে সেখানেই শেষ হবে তার ফ্রান্স অধ্যায়। তার আগেই শেষ হয়ে যেতে পারে যদি ফ্রান্স ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের চৌকাঠ না পেরোতে পারে। এই বিশ্বকাপ পর্যন্তই চুক্তির মেয়াদ দেশম। সামনের ফুটবল মহাযজ্ঞের পর আর চুক্তি নবায়ন করবেন না বলে নিশ্চিত করেছেন ৫৬ বছর বয়সী কোচ।

ফরাসি টেলিভিশন টিএফওয়ানকে দেশম বলেছেন, “২০২৬ সালে এটা (ফ্রান্সের কোচের দায়িত্ব) শেষ হবে। এ ব্যাপারে আমার মাথা একেবারে পরিষ্কার। আমি আমার সময়টা (চুক্তির মেয়াদ) শেষ করতে চাই একই আকাঙ্ক্ষা ও ইচ্ছাশক্তি বজায় রেখে, যাতে ফ্রান্স সর্বোচ্চ পর্যায় ধরে রাখে। তবে ২০২৬ খুব ভালো সময় (ফ্রান্সকে বিদায় বলার)।”

সঙ্গে যোগ করেছেন, “একসময় থামতেই হয়। এর পরেও জীবন আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফ্রান্সকে উপরের দিকে রাখা, যেটা অনেক বছর ধরে তারা ধরে রেখেছে।”

দেশম সরে দাঁড়ালে ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন জিনেদিন জিদান। খেলোয়াড়ি জীবনে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোচ হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন এই কিংবদন্তি। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে জিতেছেন টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত