Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘূণিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া।

নিহত ফরিদুল আলম ওরফে পুতু (২৮) একই এলাকার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে মনজুর কাদের ভুঁইয়া বলেন, শীত মৌসুমে প্রতি রাতেই খাবারের সন্ধানে চকরিয়ার বিভিন্ন এলাকায় বন্যহাতির পাল পাহাড় থেকে নেমে ফসলি জমিতে হানা দেয়। সোমবার মধ্যরাতেও চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘূণিয়া এলাকায় একদল বন্যহাতি নেমে আসে। এসময় স্থানীয় বাসিন্দা ফরিদুল আলম নিজের লাউখেত পাহারা দিতে যাওয়ার সময় পথিমধ্যে বন্যহাতির পালের সামনে পড়েন।

“এসময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।”

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, সকালে এ ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভূক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত