‘অপারেশন ডেভিল হান্ট’সহ সারাদেশে পরিচালিত পুলিশের বিভিন্ন অভিযানে রবিবার দুপুর পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ডেভিল হান্ট’।
শনিবার রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।