ঝালকাঠি সদর উপজেলায় একটি সেতুর টোল প্লাজায় অপেক্ষমাণ চারটি গাড়িতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ১৪ জন নিহত হয়েছে।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে গাবখান সেতুর টোল প্লাজায় এই ঘটনায় আহত হয়েছে ২২।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এসএম জহিুরুল ইসলাম ১৪ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাবখান সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে নিয়ন্ত্রণ হারানো ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর বরিশাল শেরেবাংলা মেডিকেলে দুইজন ও ঝালকাঠি জেনারেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
টোল প্লাজায় কর্মরত প্রত্যক্ষদর্শী একেএম আল আমিন জানান, দুটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও একটি ট্রাক টোল দেওয়ার অপেক্ষায় ছিল। এ সময় গাবখান ব্রিজ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাহন চারটিতে পেছন থেকে ধাক্কা মারে।
তিনি জানান, এতে মাইক্রোবাসের সাত যাত্রী ও অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত ২৫ জনকে উদ্ধার করে ঝালকাঠি জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল দুর্ঘটনার পর উদ্ধার কাজে পুলিশের অংশগ্রহণের কথা উল্লেখ করে জানান, ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।