কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সহোদরকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা আড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে প্রায় দুই যুগ ধরে বিরোধ চলছে।
বুধবার বিকালে ছাতারপাড়া বাজারে ছিলেন গাইন বংশের দুই সহোদর হামিদুল ইসলাম ও নজরুল ইসলাম। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। সেসময় পিয়াদা বংশের প্রধান গাজীর নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদাসহ ১০-১২ জন দেশি অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে।
একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হামলায় গুরুতর আহত দুজনের ওই হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর জানান, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।