Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

উখিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

Road accident
[publishpress_authors_box]

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে।

উখিয়ার পালংখালীর ময়নারঘোনা এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবর রহমান।

নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার খালিশখালীর গাজী বাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। তারা দুজন আবুল খায়ের টোবাকো কোম্পানিতে কর্মচারি হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়দের বরাতে মাহবুবর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে ময়নারঘোনা এলাকায় টেকনাফমুখি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক বাসটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

মাহবুবর রহমান জানান, নিহতদের লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত