Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

৪২ ঘণ্টা পর কর্ণফুলীতে ভেসে উঠল ২ পর্যটকের মরদেহ

drowned
[publishpress_authors_box]

গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠেছে দুই কিশোর পর্যটকের মরদেহ।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রিয়ন্ত দে (১৬) ও তার মামাতো ভাই শাওন দত্তের (১৭) লাশ ভেসে ওঠে।

তাদের মৃত্যুর বিষয়ে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাটে নৌকা নিয়ে আসে। দুপুরে তাদের মধ্যে ৩ জন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হন প্রিয়ন্ত দে ও শাওন দত্ত। নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ একই স্থানে ভেসে উঠতে দেখা যায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ জানান, নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ পাওয়ার পর ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।  

এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

এর আগে এই দুই কিশোরকে উদ্ধারে অীভযান চলার সময় নদীর পাড়ে অপেক্ষায় থাকা প্রিয়ন্তর জ্যাঠা তাপস দে জানিয়েছিলেন, চট্টগ্রামের ভাটিয়ারি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিল দুই কিশোর।

“এখানে (কাপ্তাই) যে আসবে সেটা আমাদের জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রামের পাথরঘাটা থেকে এক সঙ্গে হয়ে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে জানতে পারি। এরপর খোঁজখবর নেওয়া শুরু করি এবং ঘটনাস্থলে ছুটে আসি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত