বাজার স্থিতিশীল রাখতে দেশে তৈরি রাইস ব্রান অয়েল (ভোজ্যতেল) সরবরাহ বাড়াতে চায় সরকার; এজন্য পণ্যটির রপ্তানির ওপর ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে।
রাজস্ব আহরণে দেশের প্রধান সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রবিবার এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে।
এ সংক্রান্ত এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে পরিশোধিত ও অপরিশোধিত প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টন রাইস ব্রান তেল উৎপাদিত হয়। কিন্তু তার সিংহভাগই প্রতিবেশি দেশে রপ্তানি হয়ে যায়। এই তেলে দেশের চাহিদার ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মেটানো সম্ভব। ভোজ্যতেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় আমদানি করা সয়াবিন ও পাম অয়েল দিয়ে।
চালের কুঁড়া থেকে উৎপাদিত রাইস ব্রান অয়েল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ট্যারিফ কমিশন রাইস ব্রান অয়েলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের জন্য এনবিআরের কাছে সুপারিশ পাঠায়।
এমন পরিস্থিতিতে ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে বলে জানায় এনবিআর।