ঢাকার উত্তরায় প্রকাশ্যে দুই নারী-পুরুষকে কোপানোর ঘটনার দায়ের করা মামলায় আরও তিন জনের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
দুই পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিন রেজার আদালত প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
এর আগে, একই ঘটনায় মঙ্গলবার মোবারক হোসেন ও রবি রায় নামে দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক নারী ও এক পুরুষকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে কয়েক তরুণ।
পরে জানা যায়, উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজানোর প্রতিবাদ করায় ওই নারী-পুরুষকে কোপানো হয়। অভিযুক্তরা সবাই উত্তরার ‘কিশোর গ্যাং’ এর সদস্য বলে জানিয়েছে পুলিশ।