রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের ৩২১ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সেই সঙ্গে অব্যাহতি পাওয়াদের আবার চাকরিতে যোগ দেওয়ার সুযোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবিও জানিয়েছেন তারা।
রবিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতি পাওয়া ৩২১ জনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ১০৩ জন। এই ৩২১ জনের মধ্যে নারী ৩৩ জন, তার মধ্যে ১৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।
গত ২১ অক্টোবর ৪০তম ক্যাডেট ব্যাচ-২০২৩ এর প্রশিক্ষণরত ২৫২ জন এসআই এবং ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে ‘শৃঙ্খলা ভঙ্গের’ কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়। পরে এ আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করলেও কোনও ফল পাননি তারা।
এরপর চলতি বছরের ৮ জানুয়ারি আরও আটজন এসআইকে অব্যাহতি দেওয়া হয় একই কারণ দেখিয়ে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিবৃতিতে বলেছে, অব্যাহতি প্রাপ্তদের বিরুদ্ধে কথিত অসদাচরণের অভিযোগ আনা হলেও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া প্রচলিত আইন ও বিধির সম্পূর্ণ পরিপন্থী। এর ফলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়েছে, যা নিঃসন্দেহে উদ্বেগজনক।