টানা দ্বিতীয় সাফ জয়ের পরে বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন হতে পারত এশিয়া জয়ের। সেখানে উল্টো কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহের আগুনে গৃহদাহ চলছে ফুটবলে। বাটলার থাকলে গণঅবসরের ঘোষণা দিয়ে রেখেছেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার।
এরই মধ্যে সোমবার ৩৬ ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে। আফঈদা-আকলিমারা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে বাফুফে সূত্রে। তাতে আলোচিত মাসিক বেতনের আওতায় চলে এসেছেন নারী ফুটবলাররা। এটা কার্যকর হচ্ছে জানুয়ারির মাঝামাঝি থেকে ।
নতুন চুক্তির সেই তালিকায় নেই সাবিনা-মারিয়াসহ বিদ্রোহী ১৮ ফুটবলার। তবে তাদের অন্তর্ভুক্ত করার পথটাও খোলা রেখেছে বাফুফে। সবমিলিয়ে ৫৫ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করতে চায় তারা।
বিদ্রোহের মাঝেও ৩৭ জনকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন পিটার বাটলার। তাদের মধ্যে বিকেএসপির একজন খেলোয়াড় শুধু আসেননি চুক্তিতে। বাফুফে সূত্রে জানা গেছে সাফজয়ী দলের ৭জন আছেন নতুন চুক্তিতে। অন্যরা বয়স ভিত্তিক দলের সদস্য।