Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

আনিসুল হক, কামাল মজুমদারসহ ৪ জন রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার আদালতে হাজির করা হয়।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার আদালতে হাজির করা হয়।
[publishpress_authors_box]

ছাত্র-জনতার আন্দোলনে হত্যার অভিযোগে করা পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকেও এক হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

বুধবার পৃথক আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত তাদেরকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে।

ঢাকায় এক কলেজশিক্ষার্থী হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনের সময় গত ৪ আগস্ট উত্তরায় গুলিবিদ্ধ হন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিপ্লোমা প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মাহিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ঘটনায় মাহিনের বাবা জামিল হোসেন সোহেল গত ২১ আগস্ট উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০-৬০০ জনকে আসামি করে মামলা করেন।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা আনিসুল হককে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত।

এদিন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে একই আদালত। এর আগে তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন।

সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আনোয়ার হোসেন পাটোয়ারী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মামলাটি হয়।আন্দোলন চলাকালে মিরপুরে গুলিতে নিহত হন তিনি।

ওই হত্যা মামলায় গত ১৮ অক্টোবর কামাল মজুমদারকে ঢাকার গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার যুবদল নেতা শামীম হত্যা মামলায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে ৭ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

এই মামলায় বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার লক্ষ্যে একই সময়ে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। এরপর বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। সেসময় যুবদল নেতা শামীম নিহত হন।

ওই ঘটনায় পরের বছরের ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করা হয়, যাতে আসামি করা হয় দীপঙ্কর তালুকদারকে। গত ১০ ফেব্রুয়ারি তাকে সোবহানবাগ থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে করা মামলায় এসপি তানভীর সালেহীন ইমনকে ৭ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

মামলায় বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।

এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এসপি তানভীর সালেহীন ইমনসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

গত ১১ ফেব্রুয়ারি রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত