Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।
চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।
[publishpress_authors_box]

রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশসহ চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

বুধবার সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের হাতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন তুলে দেন বলে জানিয়েছে বাসস।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতন হলে শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট।

এরপর গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনসহ ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন।

পরে দেশের ছয় বিশিষ্ট নাগরিককে কমিশনের প্রধান করে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। অক্টোবর থেকে কমিশনগুলো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

এর মধ্যে গত দুই জানুয়ারি সবগুলো সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা ও সংবিধান– এই পাঁচটি কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এরপর গত সোমবার জনপ্রশাস সংস্কার কমিশনের মেয়াদও ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

ফলে বুধবার বর্ধিত মেয়াদের শেষ দিনে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবদেন প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত