Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

সালাউদ্দিন-কিরণের পকেটে ৪ ভোট

রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বাফুফের এজিএমে কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা। ছবি: বাফুফে।
রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বাফুফের এজিএমে কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মাত্র দুই ঘণ্টায় সাধারণ সভা শেষ! মূলত যেটা পাশ করানোর জন্য পাঁচ তারকা হোটেলে এই আয়োজন, সেটা হয়ে গেল নিমিষেই। মহিলা ফুটবল লিগের শীর্ষ চার ক্লাবের কাউন্সিলের প্রেক্ষাপট নিয়ে কোনও আলোচনা হয়নি। এর যতার্থতা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলারও সুযোগ হয়নি। বাফুফে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী প্রসঙ্গ তুলতেই পাস… পাস… বলেই অনুমোদন হয়ে গেছে।

তবে মহাখালী একাদশ ক্লাবের কাউন্সিলর মোস্তফা কামাল পাশার দাবি,“একটা সাধারণ সভা হয়েছে কিন্তু কথা বলার সুযোগ চেয়েও পাইনি। সালাউদ্দিন-সালামরা এত বছর ধরে ফুটবলকে ধ্বংস করেছে। নির্বাচন সামনে, তাই আবার পদ দখলে রাখার পায়ঁতারা শুরু করেছে তারা। এজন্য ৪ কাউন্সিলর বাড়িয়ে নিয়েছে।” শনিবার সাধারণ সভায় পাওয়া গেছে একটা নির্বাচনী আমেজ। আগামী অক্টোবরে বাফুফে নির্বাচনকে ঘিরে সালাউদ্দিনের ভোটের অঙ্ক শুরু হয়ে গেছে।  এই অঙ্কেরই আগাম চাল বলা যায়, মেয়েদের লিগের চার শীর্ষ ক্লাবকে বাফুফে নির্বাচনে কাউন্সিলর করা।  

এজিএম শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন কাজী সালাউদ্দিন। ছবি : বাফুফে।

২০২৩ সালে ফিফা বলেছিল কাউন্সিলর সংখ্যা কমাতে। একশ’র নীচে নামিয়ে আনার প্রেসক্রিপশন দিয়েছিল তারা। অথচ বাড়িয়েছে বাফুফে। এর সভাপতি কাজী সালাউদ্দিন এ প্রসঙ্গে বলেছেন, “ফিফাকে বলেছিলাম, কাউন্সিলর কমাতে গেলে ও বাড়াতে গেলে কংগ্রেস (সাধারণ সভা) লাগবে। তখন তারা বলেছে, এটা স্থগিত রাখো।“ এই সুযোগে তারা সাধারণ সভা করে কাউন্সিলর সংখ্যা বাড়িয়ে নিয়েছে। সালাউদ্দিনের মুখ্য উদ্দেশ্য আসলে নির্বাচন, সেটা জেতার জন্য ফন্দি-ফিকির বের করা। নইলে মেয়েদের ফুটবল নিয়ে নানা বিতর্কিত কর্মকান্ড ঘটিয়ে সালাউদ্দিন-কিরণ আবার সেটাকেই পুঁজি করেন নির্বাচন জেতার জন্য !

এটা আসলে গত বছরের সাধারণ সভা। তাই ২০২৪ সালের জন্য ৫৩ কোটি ৬৯ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। যেখানে ঘাটতি থাকে প্রায় ২২ কোটি ২০ লাখ টাকার মতো। সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, “এই ঘাটতি পূরণের জন্য আমরা সবাই পৃষ্ঠপোষক, স্পন্সরের সাথে কথা বলছি। এছাড়াও যুব ও ক্রড়িামন্ত্রণালয়ের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছি। যে ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে আশা করি।”  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত