Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশে আশ্রয় নিল বিজিপির আরও ৫ সদস্য

আরাকান আর্মির সদস্যরা।
আরাকান আর্মির সদস্যরা।
[publishpress_authors_box]

মিয়ানমারে গৃহযুদ্ধের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও পাঁচজন সদস্য পালিয়ে এসেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের হেফাজতে নিয়েছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালি সীমান্ত দিয়ে এসব বিজিপি সদস্য পালিয়ে আসে বলে নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সীমান্ত অতিক্রম করে বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দুই দিনে মোট ১৪ জন এসেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক আইন মেনে তাদের আশ্রয় দিয়েছি।”

এর আগে রবিবার সকালে হোয়াইক্যং সীমান্তের খারাংখালি দিয়ে ৩ বিজিপি সদস্য ও ঝিমংখালি সীমান্ত দিয়ে ৬ বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করে।

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে এর আগে গত ৩০ মার্চ দেশটির সেনাবাহিনীর তিনজন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তারও আগে ১১ মার্চ আশ্রয় নেয় আরও ১৭৭ জন বিজিপি ও সেনা সদস্য। তারা নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছে। তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে বিজিপির সংঘর্ষ শুরু হয়। এরপর ৪ থেকে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিয়ে আসে বিজিপির ৩০২ সদস্যসহ মিয়ানমারের ৩৩০ নাগরিক। গত ১৫ ফেব্রুয়ারি তাদেরকে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত