Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫২৯

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৫০৩ জন।

সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট এবং অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৫২৯ জন এবং অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ৯৭৪ জনকে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি পিস্তল, একটি দেশি শ্যুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি লাল রঙের তাজা সীসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, চারটি ছোরা, একটি ধারালো চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত