Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩ জন

ss-dengue-dhaka-hospital-11112024-02
[publishpress_authors_box]

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৫৩ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে শুক্রবার পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১ লাখ ৭৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৯ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন এবং দক্ষিণ সিটিতে সাতজন, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ২ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত