Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের মরদেহ এখনও ঢাকা মেডিকেল মর্গে

july protest
[publishpress_authors_box]

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই আগস্টের আন্দোলনে নিহত ৬ জনের মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের সেক্রেটারি হাসান ইমাম বলেন, “আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেনসিক মর্গে অজ্ঞাত এই ছয়টি লাশের বিষয়ে জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। আমরা মর্গে লাশগুলো দেখেছি।”

লাশগুলো সম্পর্কে যা জানা গেছে, অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত মহিলা (৩২), অজ্ঞাত পুরুষ (৩০) ও এনামুল নামের এক ব্যক্তি (২৫)।

বাসস জানিয়েছে, চিকিৎসকরা মৃতদেহের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম পাঁচজন আঘাতের কারণে মারা গেছেন, আর এনামুল উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন।

হাসান ইমাম আরও বলেন, “লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহতদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের মৃতদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।”

জুলাই-আগস্টের অভ্যুত্থানে প্রতিপক্ষের আক্রমণে নিহত বা আহতদের নামের তালিকা চূড়ান্ত করতে কাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।

কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত