Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চুলার আগুনে পুড়ল ৬ ঘর

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ছয়টি বসতঘর পুরোপুরি পুড়ে যায়। ছবি : সকাল সন্ধ্যা
আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ছয়টি বসতঘর পুরোপুরি পুড়ে যায়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

রাঙ্গামাটিতে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রাঙ্গামাটি জেলা শহরের চম্পকনগর এলাকায় রবিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড ঘটে।

গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চম্পকনগর এলাকার আক্কাসের বাসার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ছয়টি বসতঘর পুরোপুরি পুড়ে যায় বলে জানান দিদারুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত