জুলাই আন্দোলনে গুরুতর আহত ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। এরা আন্দোলনের সময় পায়ে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।
সোমবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাদের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাঠানো হয়। সেখানে ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন তারা।
ব্যাংককে পাঠানো আহতরা হলেন– জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসময় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।