Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

১ দিনে ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Picture of জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

মৃত্যু না হলেও একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০ রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকায়।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৮ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, হাসপাতালে ভর্তি ৬০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৬, বরিশাল বিভাগে ১, চট্টগ্রাম বিভাগে ১৮, খুলনা বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১ জন।

ঢাকা বিভাগের ৩৬ জনের মধ্যে ঢাকার সিটি করপোরেশনের বাইরের ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ জন।

তবে অধিদপ্তরের এই ৬০ জন রোগীর তথ্য কেবল অধিদপ্তরের তালিকাভুক্ত রোগীর হিসাব। সরকারি এই প্রতিষ্ঠানের তালিকার বাইরে, চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা এই তালিকায় নেই। ফলে প্রকৃত রোগীর সংখ্যা অনেক বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৬০ জনের মধ্যে পুরুষ ৪৫ ও নারী ১৫ জন।

হাসপাতালে ভর্তি হওয়া ৬০ জনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬০৭ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের।

মৃত ৪৩ জনের মধ্যে নারী ২৩ ও পুরুষ ২০ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩৮৬ জন।

হাসপাতালে ভর্তি ৩ হাজার ৬০৭ জনের মধ্যে পুরুষ ২ হাজার ১৯১ ও নারী ১ হাজার ৪১৬ জন।

অধিদপ্তর জানাচ্ছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতলে। বেশি মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মুগদা হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি ২৭৯ ও মৃত্যু হয়েছে ৯ জনের। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৯ জন, মৃত্যু হয়েছে ১১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, চলতি বছরে জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩৯ ও মৃত্যু ৩ জনের। মার্চে হাসপাতালে ভর্তি ৩১১ ও মৃত্যু ৫ জন। এপ্রিলে হাসপাতালে ভর্তি ৫০৪ ও মৃত্যু ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি ৬৪৪ ও মৃত্যু ১২ জন।

এ মাসের ২৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৪ ও মৃত্যু ৭ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত