রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে আগুন লেগে ৬১টি ঘর পুড়ে গেছে। শুক্রবার রাতে এর আগে খিলগাঁওয়ে আগুন লেগে পুড়েছে ২০টি দোকান ও দুটি স মিল। এ দুই অগ্নিকাণ্ডের কোনও ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসস জানিয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টা ৪৪ মিনিটে কড়াইল বস্তির একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৬১টি বস্তি ঘর পুড়ে যায়।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলায় একটি স মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন স মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দুইতলা একটি স মিলে আগুন লাগার খবর আসে।
তিনি বলেন, “প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় নয়টি ইউনিট পাঠানো হয়। আগুনে অন্তত ২০টি দোকান ও দুটি স মিল পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা রাকিবুল হাসান আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।