Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ডেঙ্গু : একদিনে প্রাণ হারাল ৭ জন

Dengue-Mugda-Hospital-2
[publishpress_authors_box]

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১১ জন। এসময়ে প্রাণ হারিয়েছে ৭ জন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগী সংখ্যা ৭৪ হাজার ৮০০ জন আর মোট মৃত্যু হলো ৩৬৭ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, আগের দিন সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১১ জন আর মৃত্যু হয়েছে ৭ জনের।

তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২ হাজার ৯৮৩ জন আর মৃত্যু হয়েছে ৭০ জনের।

অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ২১১ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে; ২৯১ জন। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে; ২২১ জন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯০ জন।

মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রয়েছে তিনজন, বাকিদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর ঢাকা বিভাগে আছেন একজন করে। এই সাতজনের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী।

ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বেশি রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে; ১৫ হাজার ৮২২ জন আর সর্বোচ্চ মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে; ১৬৬ জন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত