Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

হকি ফেডারেশনের সাবেক নেতাসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশন কার্যালয়।
দুর্নীতি দমন কমিশন কার্যালয়।
[publishpress_authors_box]

বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী অনিকা ঘোষের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুদকের আলাদা দুই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আব্দুর রশিদ শিকদারের আবেদনে বলা হয়, তার বিরূদ্ধে লুটপাট, জমি দখল ও অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আব্দুর রশিদ শিকদার দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক অনুসন্ধানে জানতে পেরেছে। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে, এজন্য তা রোধ করা প্রয়োজন বলে মনে করে দুদক।

সঞ্জয় হালদার ও অনিকা ঘোষের আবেদনে বলা হয়, সঞ্জয় হালদার সরকারি চাকুরীজীবী হিসেবে তার পদ-পদবির প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ তার স্ত্রী অনিকা ঘোষ, মা শিখা রানী হালদার ও বাবা সুরেন্দ্রনাথ হালদারের ব্যাংক হিসাবে লেনদেন করে ব্যাংকিং চ্যানেলে এনে তার বৈধতা দিয়েছেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত ধারায় অপরাধ। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানও চলছে।

অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে জানতে পেরেছে দুদক। কিন্তু অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বাথে তাদের বিদেশ যাওয়া রোধ করা প্রয়োজন। আর সে কারণেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।

পরিবারসহ ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগের নিষেধাজ্ঞা :

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম এবং মেয়ে জেরিন করিমের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার একই আদালত এ আদেশ দেয়।

আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশ যাওয়া ঠেকাতেই দুদকের এই আবেদন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত