Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

আগস্ট-অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতার মামলায় গ্রেপ্তার ৭০

প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
[publishpress_authors_box]

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে মামলা হয়েছে ৮৮টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ৭০ জন।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এখন থেকে নিয়মিত এ-সংক্রান্ত ঘটনার হালনাগাদ তথ্য দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “যেই তথ্য এখন দেওয়া হচ্ছে, তা আগের। বর্তমানে এই সংখ্যা আরও বেশি। আশা করি, কালকে থেকে আপনারা বর্তমান আপডেট পাবেন।”

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে জানতে চাইলে প্রেস সচিব বলেন, “যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ না। যাদেরকেই ভায়োলেন্সের সাথে যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে, তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। সবগুলো মামলারই তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান ঘটনাবলী নজরে রাখা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, “রাখাইন রাজ্য আমাদের মনিটরিংয়ে আছে। আমরা রোহিঙ্গা সংকটসহ রাখাইন রাজ্যে স্থায়ী সমাধান চাই। সে উদ্দেশ্যে আমাদের কাজ চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এই সমস্যা সমাধানে একটি আন্তর্জাতিক কনফারেন্স আমরা আয়োজন করব। রোহিঙ্গা সংকটের সমাধানে সকল অংশীদাররা উপস্থিত থাকবে বলে আমরা আশা করি।’

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে পদবঞ্চিতদের ব্যাপারে করা কমিটি রিপোর্ট দিয়েছে। সেখান থেকে ১৫৪০টি আবেদনের মধ্যে ৭৬৪টি ঘটনা ঠিক বলে জানিয়েছে কমিটি। এসব তথ্য আনুযায়ী এখন সরকার ব্যবস্থা নেবে বলে জানান ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত