Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নব্বই দশকে বলিউডের কোন গানটি সেরা হিসেবে বেছে নিলেন শ্রোতা-দর্শকরা

BBC Asian Bollywood Songs feature
[publishpress_authors_box]

বিবিসি এশিয়ান নেটওয়ার্কের জরিপে নব্বই দশকের সেরা বলিউড গানের খেতাব জিতেছে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার গান তুঝে দেখা তো ইয়ে জানা সানাম

নেটওয়ার্কের আহ্বানে শ্রোতাদের ভোটেই এ খেতাব জিতে নেয় গানটি। শ্রোতাদের নির্বাচিত গান থেকে একটি ৫০টি গানের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন নেটয়ার্ক গঠিত প্যানেলের সদস্যরা। ওই তালিকা থেকেই যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা গানের তালিকাটি করা হয়। শাহরুখ খান ও কাজল অভিনীত তুঝে দেখা তো ইয়ে জানা সানাম গানটি ভারতের পাশাপাশি বলিউডের মার্কেট আছে এমন সব দেশেও তরুণ-তরুণীদের মনে ঝড় তুলেছিল।

গানটির সুর ও সংগীত পরিচালনায় ছিল যতীন-ললিত জুটি। গানটি গেয়েছিলেন কুমার শানু ও লতা মুঙ্গেশকর। আর এর কথা লিখেছিলেন আনান্দ বাখশী। সিনেমা তো বটেই গানের দৃশ্যায়নেও শাহরুখ-কাজলের প্রেমময় রসায়ন সেই সময় কোটি দর্শক-শ্রোতার হৃদয় জয় করে নেয়।

তালিকায় থাকা আরও কয়েকটি গানের একটি হচ্ছে, টিপ টিপ বারসা পানি, পানি নে আগ লাগায়ি

নব্বইয়ের যেসব তরুণ এই গান দেখেছেন তারা ভালোই বলতে পারবেন যে- পানি কী করে আগুন ধরায়! বিশেষ করে গানের দৃশ্যায়নে অক্ষয় কুমারের বিপরীতে বৃষ্টিভেজা রাভিনা ট্যান্ডনের আবেদনময়ী নাচ এই গানকে করে তুলেছিল চিত্তগ্রাহী। ‘মোহরা’ সিনেমার এই সুপার-ডুপার হিট গানে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

দর্শক জরিপে আমির খান অভিনীত ‘দিল’ সিনেমার গান মুঝে নিন্দ না আয়ে-ও স্থান পেয়েছিল। আমির খানের অপরূপ দৃশ্যায়ন আর মাধুরীর দীক্ষিতের দুর্দান্ত অভিব্যক্তি গানটিকে দিয়েছিল ভিন্ন এক মাত্রা। এ সময় গানের দৃশ্যায়নে মাধুরীর ঠোঁট মেলানো মানেই গান হিট। গানের প্লে ব্যাক সিংগার ছিলেন উদিত নারায়ণ এবং অনুরাধা পাডোয়াল।

কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে গাওয়া ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত সাজান সিনেমার মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় গানটি সঞ্জয় দত্ত এবং মাধুরীর সারল্যমাখা প্রেমময় উপস্থিতি হৃদয় জয় করে নিয়েছিল কোটি দর্শকের। এটি এখনও মিষ্টি প্রেমের গান হিসেবে তুমুল জনপ্রিয়। কাজেই নব্বই দশকের সেরা গানের তালিকায় এটি না থাকার কোনও কারণ নেই।

১৯৯৮ সালে শাহরুখ খানের বক্স অফিস কাঁপানো সিনেমা কুছ কুছ হোতা হ্যায় এর টাইটেল ট্র্যাকটিকেও কোনও কোনও শ্রোতা নব্বই দশকের সেরা গানের তালিকায় রেখেছেন। সিনেমা মুক্তির বছরে জনপ্রিয়তার বিচারে এই গানের ধারেকাছেও ছিলনা অন্য কোন বলিউডের গান। এই গানে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ন এবং অলকা ইয়াগনিক।

ও ও জানে জানা গানে উদোম গায়ে সিক্সপ্যাক সালমান খানের প্রবেশ, গিটার হাতে পপ শিল্পীর ভাবভঙ্গি সময়ের বিচারে বলিউডের কাছে ছিল একেবারেই অন্যরকম। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘পেয়ার কিয়া তো ডারনা কেয়া’ সিনেমার গান এটি। গানে সালমান তার আইকনিক ডান্স মুভ থেকে খানিকটা বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। এই গানের প্লেব্যাকে ছিলেন কামাল খান। সালমান ভক্তদের কাছে এটি যে নব্বই দশকের আইকনিক গানের তালিকায় থাকবে- তা আর নতুন কি!

‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার পারদেসি পারদেসি গান আজও নব্বইয়ে বেড়ে ওঠা কিশোর তরুণদের মনে উঁকি দিয়ে যায়। অসম্ভব সুরেলা এই গানটির সুর যেন দুঃখী এক প্রেমের গল্প বলে। আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত ‘রাজা হিন্দুস্তানি’ মুক্তি পায় ১৯৯৬ সালে। সে সময় হৃদয়ভাঙ্গা দুঃখী প্রেমিকদের প্রিয় গান হয়ে ওঠে পারদেসি পারদেসি। গানটি সিনেমায় দুইবার ব্যবহার করা হয়। এই দুবারে ভিন্ন ভিন্ন শিল্পীরা গানে কণ্ঠ দিয়েছিলেন। এরা হলেন- অলকা ইয়াগনিক, উদিত নারায়ন, কুমার শানু এবং স্বপ্না আওয়াস্থি। তবে অলকা ইয়াগনিকের কণ্ঠ দুইবারই ব্যবহার করা হয়।

তালিকায় রয়েছে, সাজান সিনেমার আরেক গান দেখা হ্যায় পেহলিবার গানটি, যেটিতে কণ্ঠ দিয়েছিলেন অলকা ইয়াগনিক এবং এসপি বালাসুব্রমানিয়াম।

১৯৯৪ সালে সিনেমাটি মুক্তি পাওয়া ‘মে খিলারি তু আনাড়ি’ সিনেমার জনপ্রিয় গান চুরা কে দিল মেরা গানে শিল্পা শেঠি এবং অক্ষয় কুমারের ডান্স মুভ রীতিমতো হৈচৈ ফেলে দেয় বলিউডে। আজও ভারতের রিয়েলিটি শো-গুলোতে এই গানের সঙ্গে শিল্পীদের পারফর্ম করতে দেখা যায়। এই গানে কণ্ঠ দিয়েছিলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক। এই গানটিও নব্বইয়ের সংক্ষিপ্ত সেরার তালিকায় থাকবে- সেটি মোটেও অবাক করার মতো নয়।

‘বাজিগর’ সিনেমার টাইটেল সং বাজিগর ও বাজিগর গানটিও রয়েছে দর্শক জরিপে উপরের দিকেই। ১৯৯৩ সালে সিনেমাটি মুক্তি পায়। এই গানে কণ্ঠ দিয়েছিলেন অলকা ইয়াগনিক এবং কুমার শানু।    

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত