Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

ফাইনাল মহারণে টস জিতে ব্যাটিংয়ে ভারত

টস-৬৭
[publishpress_authors_box]

কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ফাইনাল চৌকাঠ পেরোলেই শিরোপার আনন্দ। বার্বাডোসের কেনসিংটন ওভালের এই মহারণে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, “দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছে। আমরাও ভালো খেলেছি। দুটো ভালো দলের লড়াই হবে।” অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম জানিয়েছেন, টস জিতলে তারাও প্রথমে ব্যাটিং করতেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ফাইনালে নেমেছে ভারত। অন্যদিকে কুড়ি ওভার তো বটেই, যেকোনও ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বভাবতই জিতলে বিশ্বকাপের প্রথম স্বাদ পাবে প্রোটিয়ারা।

ফাইনাল মঞ্চে একই একাদশ নিয়ে নেমেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে বিরাট কোহলি ও শিবম দুবের সময় খারাপ গেলেও শিরোপার লড়াইয়ে উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাবরেজ শামসি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত